আস্সালামুআলাইকুম, আজকে আমি আপনাদের সাথে ফাইভার মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করবো। মনোযোগ দিয়ে পড়বেন আসা করি সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
> ফাইভার মার্কেটপ্লেস-
ফাইভার একটি অনলাইন মার্কেটপ্লেস। ২০১০ সালের ১লা ফেব্রুয়ারি ইসরাইলের একটি কোম্পানি প্রতিষ্ঠিত করে। যেটির সদর দপ্তর ইজরাইলের তেল আবিবে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা হলেন মিকা কাফম্যান এবং শাই উইঞ্জার।
> ফাইভার মার্কেটপ্লেস কেন অন্য মার্কেটপ্লেস থেকে আলাদা-
ফাইভার মার্কেটপ্লেস অন্য মার্কেটপ্লেস থেকে বেশ কিছু কারনে আলাদা। তার কারন হলাে ফাইভার ইউজার ইন্টারফেস যা সহজে নতুন ফ্রিল্যান্সারের কাছে বোধগম্য। আপওয়ার্ক ইন্টারফেস নতুনদের কাছে প্রথমে জঠিল মনেহয়। তবে আপওয়ার্ক অনেক ডিসেন্ট একটি মার্কেটপ্লেস। ফাইভারে একজন নতুন সেলার খুব সহজে বায়ার বা ক্লায়েন্টের লজিকগুলাে ধরতে পারে, দ্রুত এবং খুব সহজে কাজ পাওয়া যায়, ফাইভার ম্যাকানিজম খুব সহজে বুঝে উঠতে পারায় নিজেকে প্রােমােট করার সূত্রগুলাে খুঁজে পাওয়া যায়। এ দিক থেকে ফাইভার মার্কেটপ্লেস অন্য মার্কেটপ্লেস থেকে আলাদা।
> ফাইভারে কাজের ধরণ-
একজন মানুষের মাঝে যত রকমের মেধা বা প্রতিভা রয়েছে, এর প্রায় সবগুলােকে ফাইভারে কাজে লাগিয়ে অর্থ আয় করা শতভাগ সম্ভব। ফাইভারে অনেক রকমের কাজ পাওয়া যায়। যেমন: Programming &Tech, Video & Animation, Digital Marketing Search Engine Optimization, Database, Data Entry, Article & Blog Post, Translation, Graphic Design, Music & Audio, Writing & Translation, Virtual Assistance, Business Consulting ইত্যাদি। তবে আমাদের দেশে ফ্রিল্যান্সাররা যে সেক্টরগুলেতে কাজ করে তা হল, Web design & development, Graphic Design, Digital Marketing mostly.
> কোন সেক্টরে কাজ করলে সফল হবেন-
শুধু ফাইভার না, কোন মার্কেটপ্লেসে সফল হওয়ার মূলমন্ত্র হল ভালাে এবং প্রফেশনাল মানের কাজ পারা। এর পাশাপাশি এমন একটা মার্কেটপ্লেস সিলেক্ট করুন যেটাতে অন্যান্য সেক্টরগুলাে থেকে প্রতিযােগিতা কম, চাহিদা বেশি। এক্ষেত্রে Digital Marketing, Web design & development রিলেটেড কাজগুলােকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। কারন বর্তমান বাংলাদেশে Graphic Designe এর অভাব নাই। যদিও এর প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু বায়ারের তুলনায় সেলার অনেক বেশি। এর ফলে এ সেক্টরে সবাই সফল হতে পারে না। এরপরেও এ সেক্টরে সফল হওয়া যায়। যার জন্য আপনাকে কিছু সিক্রেট এবং ইউনিক ফরমূলা ইউজ করতে হবে। আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করতে পারেন এবং হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে এই সেক্টরটা আপনার জন্যে। অন্যথায় না। সো আজ এই প্রজন্তই। একটা পোস্ট এ এতকিছু বলা সম্ভব না। আগামীতে ইনশাআল্লাহ আরো ইউনিক কিছু পোস্ট নিয়ে আসবো আপনাদের মাঝে। এই প্রজন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ্হাফেজ 🙂